7 Plant Combo Package
০৪ টি প্লাস্টিক টবের গাছগুলোর যত্ন:
গাছগুলো সম্পর্কে: এগুলো ইনডোর প্লান্ট, তবে আউটডোরে যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না সেখানে এগুলো রাখা যাবে। সরাসরি সূর্যের আলোয় গাছের পাতার রং নষ্ট হয়ে যেতে পারে। গাছগুলো ডেস্ক বা টেবিলে রাখার জন্য বিশেষ উপযোগী।
পানি প্রয়োগ: ৫-৭ দিন পরপর প্রতি গাছে এক কাপ পরিমান পানি একটু সময় নিয়ে প্রয়োগ করতে হবে যাতে সবটুকু পানি মাটি শুষে নেয়।
সার/কীটনাশক প্রয়োগ: যেহেতু এগুলো ইনডোরে থাকবে সেহেতু এগুলোতে কোন প্রকার রাষায়নিক সার বা কীটনাশক প্রয়োগের প্রয়োজন নেই, নিয়মিত পানি প্রয়োগ থেকেই গাছ তার খাদ্য তথা সারের চাহিদা মেটায়।
০৩ টি কাঁচের জারের গাছগুলোর যত্ন:
গাছগুলো ইনডোর, এগুলো আইডোরে ব্যাবহার না করাই উত্তম
গাছগুলো জারের মধ্যে বসিয়ে চারদিকে পাথর দিতে হবে (৩ টি জারের জন্য গাছ ও পাথর থাকবে)
তারপর জারটি পানি পূর্ণ করতে হবে, ১০-১২ দিন পরপর কিছু নতুন পানি যোগ করতে হবে জারে।
এই গাছগুলো পানি থেকে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে।
★★★ ০৭ টি গাছ মাসে অন্তত একবার পানি স্প্রে করে বা বেসিনে পানি দিয়ে পাতা পরিষ্কার করা খুব ভালো, এতে পাতার ধুলো পরিষ্কার হবে এবং গাছগুলো আরো আর্কষনীয় হয়ে উঠবে ইনশাআল্লাহ।
★★ গাছ সম্পকৃত পরামর্শের জন্য প্রয়োজনে কল করুন: 01742-060641
★★অবসরে গাছটিকে ভূলবেন না…★★